NCL T20 and Port City Cricket League (PCL)- Team- 2010
@ NCL T20 2010 Team News
Port City League - Bangladesh's T20
This years games will be held in Sharjah,UAE to attract a bigger following (expatiates). Here are the team and players. Also the auction just started.
Top Sports: Shakib Al Hasan, Shahriar Nafees, Raqibul Hasan, Rana Naved (Pak).
Chittagong Mohammedan: Mohammad Ashraful, Naeem Islam, Dolar Mahmud, Suhrawardi Shuvo, Faisal Hossain, Hannan Sarkar, Arafat Salahuddin, Arman Hossain (WK), Mohammad Sharifullah, Shoaib Malik (Pak), Nayyer Abbas (Pak), Andrew Fraser (Aus).
Chittagong Sports: Tamim Iqbal, Mohammad Mahmudullah, Shamsur Rahman, Mohammad Mithun (WK), Kamrul Islam, Alauddin Babu, Khurram Manzoor (Pak), Elton Chigumbura (Zim) and Ravindra Jadeja (Ind).. Coach: Khaled Mahmud (Sujon).
Chittagong Mohammedan: Mohammad Ashraful, Naeem Islam, Dolar Mahmud, Suhrawardi Shuvo, Faisal Hossain, Hannan Sarkar, Arafat Salahuddin, Arman Hossain (WK), Mohammad Sharifullah, Shoaib Malik (Pak), Nayyer Abbas (Pak), Andrew Fraser (Aus).
Chittagong Sports: Tamim Iqbal, Mohammad Mahmudullah, Shamsur Rahman, Mohammad Mithun (WK), Kamrul Islam, Alauddin Babu, Khurram Manzoor (Pak), Elton Chigumbura (Zim) and Ravindra Jadeja (Ind).. Coach: Khaled Mahmud (Sujon).
.
Brothers Union: Imrul Kayes, Zunaed Siddique, Enamul Haque Jr, Abdur Razzak, Shafiul Islam, Jahurul Islam (WK), Nafees Iqbal, Nazimuddin, Tushar Imran, Nazmul Hossain (Milon), Azhar Mahmood (Pak). Coach: Emdadul Haque.
Chittagong Pirates: Mushfiqur Rahim (WK), Aftab Ahmed, Alok Kapali, Farhad Reza, Rony Talukder, Subhashis Roy, Emon Ahmed, Nazmul Islam (Opu), Arafat Sunny, Jubair Ahmed, Yasir Hameed (Pak). Coach: Arif Ahmed.
Dhaka Sports: Mashrafe Mortaza, Nazmul Hossain, Syed Rasel, Faisal Iqbal (Pak).
Biman Bangladesh: Habibul Bashar, Sanwar Hossain, Hasanuzzaman, Avishek Mitra, Mahbubul Alam, Monowar Hossain, Zahid Niaz (Pak), Humayun Farhat (Pak).
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
রাশেদুল তুষার, চট্টগ্রাম থেকে : পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের অন্য টুর্নামেন্টে খেলার ব্যাপারে পিসিবির বাধ্যবাধকতায় কিছুটা বিপাকে পড়েছে পিসিএলের দলগুলো। আর মাত্র চার দিন পরই মরু শহর শারজায় শুরু হচ্ছে টুর্নামেন্ট। এ অবস্থায় দলগুলোকে আবার নতুন করে ভাবতে হচ্ছে বিদেশি কোটার খেলোয়াড় নিয়ে। অবশ্য এ কাজটি দ্রুত শেষ করেই মাঠের খেলায় নামার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের দলগুলো।
চট্টগ্রামের তিন শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ও চিটাগং টাইগার্স পড়েছে একই গ্রুপে। গ্রুপ 'এ'র অন্য দল নোয়াখালীর টপ স্পোর্টস। পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে সবার দুশ্চিন্তা থাকলেও টপ স্পোর্টস ক্লাবের রানা নাভিদকে নিয়ে আর কোনো চিন্তা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে তাঁকে। এবারের পিসিএলে বি গ্রুপে আছে ঢাকা স্পোর্টস ক্লাব, পাইরেটস অব চিটাগং, বাংলাদেশ বিমান ও একমাত্র বিদেশি দল বেঙ্গল টাইগার্স অব ইন্ডিয়া।
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পিসিএল টি-টোয়েন্টি বসুন্ধরা কাপ। এরই মধ্যে পুরো দল সাজিয়ে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম মোহামেডান ক্লাব। তবে বিদেশি কোটা এখনো পূরণ করতে পারেনি পাইরেটস অব চিটাগং ও চিটাগং টাইগার্স। পিসিবির নতুন সিদ্ধান্ত বিপাকে ফেলেছে পাইরেটস অব চিটাগংকে। তাই দলের ম্যানেজার শহির আহমেদের কণ্ঠে ঝরেছে দুশ্চিন্তা, 'মোহাম্মদ হাফিজ এবং ইয়াসির আরাফাতকে আমরা কনফার্ম করে ফেলেছিলাম। এখন নতুন করে ইয়াসির হামিদকেও কনফার্ম করেছি।' পাইরেটস অব চিটাগং চতুর্থ বিদেশি খেলোয়াড়টি আনতে পারে অস্ট্রেলিয়া থেকে।
এই দলে আছেন জাতীয় দল ও লিগের ভালো পারফরমারদের বেশ কয়েকজন। জাতীয় দলের আফতাব আহমেদ, মুশফিকুর রহিম ছাড়াও আছেন এ মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা অলক কাপালী ও ফরহাদ রেজা। এ ছাড়া জাতীয় লিগের খেলোয়াড় রনি তালুকদার, পেসার শুভাশিস, ইমন, স্পিনার আরাফাত সানি, জুবায়ের, অপুদের নিয়ে তাঁর দল শিরোপার জন্যই লড়বে বলে আশা করছেন শহির আহমেদ। গ্রুপের অন্য দলগুলো সম্পর্কে কোনো ধারণা নেই বলে মূল প্রতিপক্ষ কে হতে পারে সে সম্পর্কেও ধারণা নেই শহিরের। নিজের দল সম্পর্কে আরেকটা তথ্য জানাতে ভোলেননি তিনি, এবার কোচের দায়িত্বে থাকছেন আরিফ আহমেদ।
গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবারও শক্তিশালী দল গড়েছে। শহীদ আফ্রিদিকে অনেকটা নিশ্চিত করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন বাধ্যবাধকতার কারণে ইমরান নাজির আর আজহার মেহমুদকেও চুক্তিবদ্ধ করেছে তারা। এ তথ্য জানা গেছে ব্রাদার্সের সভাপতি এবং পিসিএল চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিনের কাছে। জাতীয় দলের ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী আর আবদুর রাজ্জাকের পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা নাফিস ইকবাল, নাজিম উদ্দিন, তুষার ইমরানকে নিয়ে ব্যাটিং লাইন-আপটা তাদের বেশ ভালো। এ কারণে নিজের দলকে টুর্নামেন্টের অন্যতম সেরা বলেই দাবি নাছির উদ্দীনের। এ ছাড়া দলে আছেন জাতীয় লিগের মিলন ও শফিউল ইসলাম। এবার দলের লক্ষ্য সম্পর্কে কালের কণ্ঠকে প্রত্যাশিত কথাটাই বলেছেন তিনি, 'ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার শিরোপা ধরে রাখার বিকল্প কিছু আমরা ভাবছি না।' বর্তমান চ্যাম্পিয়নদের কোচ এবার এমদাদুল হক ইমদু।
এদিকে প্রথমবারের মতো পিসিএলে নাম লিখিয়েই বাকি দলগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে চিটাগং টাইগার্স। গতবার ম্যাচপ্রতি সর্বাধিক সাত লাখ ৬০ হাজার টাকা পাওয়া তামিম ইকবালকে দলে টেনেছে তারা। সর্বোচ্চ চার লাখ টাকা পারিশ্রমিকে জাতীয় দলের এই ওপেনারের পাশাপাশি ইনফর্ম মাহমুদুল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ, মিথুন আলী, এনামুল জুনিয়র, কামরুল ইসলাম, আরিফুল ইসলাম ও অনূর্ধ্ব-১৯ দলের আলাউদ্দিন বাবুকেও নিশ্চিত করেছে তারা। এই দলে বিদেশি কোটায় এখন পর্যন্ত নেওয়া হয়েছে শুধু পাকিস্তান দলের বাইরে থাকা খুররম মঞ্জুরকে। পাশাপাশি বিদেশি কোটায় দ্বিতীয় খেলোয়াড়ের জন্য জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা এবং ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন দলের কর্মকর্তা মাসুদ আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের প্রশিক্ষণে তাঁদের দল ভালো করবে বলেই আশা করছেন মাসুদ আহমেদ।
অন্য দলগুলো যেখানে দুজন বিদেশি খেলোয়াড় জোগাড় করতেই হিমশিম খাচ্ছে, সেখানে চট্টগ্রাম মোহামেডান ইতিমধ্যে নিশ্চিত করে বসে আছে তিন তিনজন বিদেশি খেলোয়াড়। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও নাইয়ার আব্বাসের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়ার ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লেজারকে দলভুক্ত করেছে তারা। ফ্রেজারের কাছে ভালো পারফরম্যান্সই আশা করছেন মোহামেডানের সাংগঠনিক সম্পাদক ও পিসিএল কমিটির সহ-সভাপতি আলী আব্বাস, 'অ্যান্ড্রু ফ্লেজার মূলত টোয়েন্টি-টোয়েন্টি স্পেশালিস্ট। সীমিত ওভারের এই খেলায় তার স্ট্রাইক রেট দেড় শর ওপরে। ওর এখানে ভালোই করার কথা।'
এর বাইরে মোহামেডান দলে থাকছেন মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, ডলার মাহমুদ, ফয়সাল হোসেন ডিকেন্স, হান্নান সরকার, আরাফাত সালাউদ্দিন, শরিফুল্লাহ ও আরমান হোসেন। আলী আব্বাস জানালেন, তাঁর দলও শিরোপার জন্য লড়বে, 'মোহামেডান দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।'
* মাত্র চার দিন পরই শারজায় শুরু হচ্ছে পিসিএলের দ্বিতীয় আসর। অথচ পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের অন্য টুর্নামেন্টে খেলার ব্যাপারে পিসিবির বাধ্যবাধকতার কারণে বিপাকে পড়েছে দলগুলো। তাই শেষ মুহূর্তে বিকল্প বিদেশি খেলোয়াড়ের খোঁজে নামতে হয়েছে তাদেরবিকল্প বিদেশির খোঁজে চট্টগ্রামের দলগুলো
রাশেদুল তুষার, চট্টগ্রাম থেকে : পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের অন্য টুর্নামেন্টে খেলার ব্যাপারে পিসিবির বাধ্যবাধকতায় কিছুটা বিপাকে পড়েছে পিসিএলের দলগুলো। আর মাত্র চার দিন পরই মরু শহর শারজায় শুরু হচ্ছে টুর্নামেন্ট। এ অবস্থায় দলগুলোকে আবার নতুন করে ভাবতে হচ্ছে বিদেশি কোটার খেলোয়াড় নিয়ে। অবশ্য এ কাজটি দ্রুত শেষ করেই মাঠের খেলায় নামার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের দলগুলো।
চট্টগ্রামের তিন শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ও চিটাগং টাইগার্স পড়েছে একই গ্রুপে। গ্রুপ 'এ'র অন্য দল নোয়াখালীর টপ স্পোর্টস। পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে সবার দুশ্চিন্তা থাকলেও টপ স্পোর্টস ক্লাবের রানা নাভিদকে নিয়ে আর কোনো চিন্তা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে তাঁকে। এবারের পিসিএলে বি গ্রুপে আছে ঢাকা স্পোর্টস ক্লাব, পাইরেটস অব চিটাগং, বাংলাদেশ বিমান ও একমাত্র বিদেশি দল বেঙ্গল টাইগার্স অব ইন্ডিয়া।
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পিসিএল টি-টোয়েন্টি বসুন্ধরা কাপ। এরই মধ্যে পুরো দল সাজিয়ে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম মোহামেডান ক্লাব। তবে বিদেশি কোটা এখনো পূরণ করতে পারেনি পাইরেটস অব চিটাগং ও চিটাগং টাইগার্স। পিসিবির নতুন সিদ্ধান্ত বিপাকে ফেলেছে পাইরেটস অব চিটাগংকে। তাই দলের ম্যানেজার শহির আহমেদের কণ্ঠে ঝরেছে দুশ্চিন্তা, 'মোহাম্মদ হাফিজ এবং ইয়াসির আরাফাতকে আমরা কনফার্ম করে ফেলেছিলাম। এখন নতুন করে ইয়াসির হামিদকেও কনফার্ম করেছি।' পাইরেটস অব চিটাগং চতুর্থ বিদেশি খেলোয়াড়টি আনতে পারে অস্ট্রেলিয়া থেকে।
এই দলে আছেন জাতীয় দল ও লিগের ভালো পারফরমারদের বেশ কয়েকজন। জাতীয় দলের আফতাব আহমেদ, মুশফিকুর রহিম ছাড়াও আছেন এ মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা অলক কাপালী ও ফরহাদ রেজা। এ ছাড়া জাতীয় লিগের খেলোয়াড় রনি তালুকদার, পেসার শুভাশিস, ইমন, স্পিনার আরাফাত সানি, জুবায়ের, অপুদের নিয়ে তাঁর দল শিরোপার জন্যই লড়বে বলে আশা করছেন শহির আহমেদ। গ্রুপের অন্য দলগুলো সম্পর্কে কোনো ধারণা নেই বলে মূল প্রতিপক্ষ কে হতে পারে সে সম্পর্কেও ধারণা নেই শহিরের। নিজের দল সম্পর্কে আরেকটা তথ্য জানাতে ভোলেননি তিনি, এবার কোচের দায়িত্বে থাকছেন আরিফ আহমেদ।
গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবারও শক্তিশালী দল গড়েছে। শহীদ আফ্রিদিকে অনেকটা নিশ্চিত করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন বাধ্যবাধকতার কারণে ইমরান নাজির আর আজহার মেহমুদকেও চুক্তিবদ্ধ করেছে তারা। এ তথ্য জানা গেছে ব্রাদার্সের সভাপতি এবং পিসিএল চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিনের কাছে। জাতীয় দলের ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী আর আবদুর রাজ্জাকের পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা নাফিস ইকবাল, নাজিম উদ্দিন, তুষার ইমরানকে নিয়ে ব্যাটিং লাইন-আপটা তাদের বেশ ভালো। এ কারণে নিজের দলকে টুর্নামেন্টের অন্যতম সেরা বলেই দাবি নাছির উদ্দীনের। এ ছাড়া দলে আছেন জাতীয় লিগের মিলন ও শফিউল ইসলাম। এবার দলের লক্ষ্য সম্পর্কে কালের কণ্ঠকে প্রত্যাশিত কথাটাই বলেছেন তিনি, 'ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার শিরোপা ধরে রাখার বিকল্প কিছু আমরা ভাবছি না।' বর্তমান চ্যাম্পিয়নদের কোচ এবার এমদাদুল হক ইমদু।
এদিকে প্রথমবারের মতো পিসিএলে নাম লিখিয়েই বাকি দলগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে চিটাগং টাইগার্স। গতবার ম্যাচপ্রতি সর্বাধিক সাত লাখ ৬০ হাজার টাকা পাওয়া তামিম ইকবালকে দলে টেনেছে তারা। সর্বোচ্চ চার লাখ টাকা পারিশ্রমিকে জাতীয় দলের এই ওপেনারের পাশাপাশি ইনফর্ম মাহমুদুল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ, মিথুন আলী, এনামুল জুনিয়র, কামরুল ইসলাম, আরিফুল ইসলাম ও অনূর্ধ্ব-১৯ দলের আলাউদ্দিন বাবুকেও নিশ্চিত করেছে তারা। এই দলে বিদেশি কোটায় এখন পর্যন্ত নেওয়া হয়েছে শুধু পাকিস্তান দলের বাইরে থাকা খুররম মঞ্জুরকে। পাশাপাশি বিদেশি কোটায় দ্বিতীয় খেলোয়াড়ের জন্য জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা এবং ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন দলের কর্মকর্তা মাসুদ আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের প্রশিক্ষণে তাঁদের দল ভালো করবে বলেই আশা করছেন মাসুদ আহমেদ।
অন্য দলগুলো যেখানে দুজন বিদেশি খেলোয়াড় জোগাড় করতেই হিমশিম খাচ্ছে, সেখানে চট্টগ্রাম মোহামেডান ইতিমধ্যে নিশ্চিত করে বসে আছে তিন তিনজন বিদেশি খেলোয়াড়। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও নাইয়ার আব্বাসের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়ার ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লেজারকে দলভুক্ত করেছে তারা। ফ্রেজারের কাছে ভালো পারফরম্যান্সই আশা করছেন মোহামেডানের সাংগঠনিক সম্পাদক ও পিসিএল কমিটির সহ-সভাপতি আলী আব্বাস, 'অ্যান্ড্রু ফ্লেজার মূলত টোয়েন্টি-টোয়েন্টি স্পেশালিস্ট। সীমিত ওভারের এই খেলায় তার স্ট্রাইক রেট দেড় শর ওপরে। ওর এখানে ভালোই করার কথা।'
এর বাইরে মোহামেডান দলে থাকছেন মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, ডলার মাহমুদ, ফয়সাল হোসেন ডিকেন্স, হান্নান সরকার, আরাফাত সালাউদ্দিন, শরিফুল্লাহ ও আরমান হোসেন। আলী আব্বাস জানালেন, তাঁর দলও শিরোপার জন্য লড়বে, 'মোহামেডান দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।'
* মাত্র চার দিন পরই শারজায় শুরু হচ্ছে পিসিএলের দ্বিতীয় আসর। অথচ পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের অন্য টুর্নামেন্টে খেলার ব্যাপারে পিসিবির বাধ্যবাধকতার কারণে বিপাকে পড়েছে দলগুলো। তাই শেষ মুহূর্তে বিকল্প বিদেশি খেলোয়াড়ের খোঁজে নামতে হয়েছে তাদের
Source: www.dailykalerkantho.com
Hafeez to play for Bangladeshi T20 team in Sharjah
Pakistani all-rounder Mohammad Hafeez will be seen in action during Bangladesh's T20 championship, the Port City League (PCL), scheduled to held in Sharjah later this year.
Hafeez will be playing for the Tigers, and will join fellow national team-mates Rana Naved, Imran Nazir, Shahid Afridi and Abdul Razzaq amongst many others, who have been signed by different teams in the championship.
The Chittagong District Sports Association had inaugurated the PCL with eight teams in May 2009.
The tournament will see the participation of Chittagong Abahani, Chittagong Mohammedan, Chittagong Brothers Union, Chittagong Port and teams sponsored by four corporate houses: Ispahani Tea, Elite Paint, Partex and Gazi Tank. (ANI)
0 comments:
Post a Comment