All types of crciket will be good for Bangladesh : Ex Bangladeshi captain opinion
সব ধরনের ক্রিকেট চর্চাই দেশের জন্য উপকারী: বিপিএল নিয়ে অভিব্যক্তি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের
Source: Newspaper Dailyjanakantha, Bangladesh
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরম আরাধ্যের টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছে ২০০০ সালে। এরপর থেকে গত ১১ বছরে বাংলাদেশ খেলেছে ৭৩ টেস্ট। যেখানে বাংলাদেশের প্রাপ্তির থালায় জমা পড়েছে ৩ জয় আর ৭ ড্র। বাকিগুলোয় প্রতিপৰরাই বিজয়ীর বেশে হাসিমুখে মাঠ ছেড়েছে। সবচেয়ে দীর্ঘ পরিসরের ক্রিকেট ৫ দিনের টেস্ট ম্যাচ হলেও বাংলাদেশের অধিকাংশ ম্যাচই শেষ হয়েছে তিন অথবা চারদিনে। বিশ্বে তিন ফরমেটের ক্রিকেট থাকলেও সবচেয়ে সম্মানীয়, মর্যাদার এবং যোগ্যতর স্থান বিবেচনা করা হয় টেস্ট ক্রিকেটকেই। কারণ, টেস্ট ক্রিকেটের মাধ্যমেই একজন ক্রিকেটারের যোগ্যতার প্রমাণ এবং পরিস্ফুটন ঘটে ক্রিকেটীয় মেধার। তবে বাংলাদেশ ১১ বছর টেস্ট খেললেও সেখানে সাবলীল চলাফেরা করতে ব্যর্থ হয়েছে।
এর পেছনে বাংলাদেশে প্রথম শ্রেণীর ক্রিকেটের কমতিকেই দেখেছেন বিশ্বের ক্রিকেটবোদ্ধা ও বিশেস্নষকরা। দলের প্রধান কোচ হিসেবে আসা বিদেশীরাও ব্যর্থতার দায়ভার নিয়ে দোষ চাপিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্রিকেটারদের স্বল্প পরিমাণে অংশগ্রহণের বিষয়েই। বাংলাদেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট আসরে প্রতিবছর ৬ বিভাগীয় (চলতি ১৩তম জাতীয় লীগে ৮টি দল) দল খেলতে পারে সর্বোচ্চ ১২টি করে চারদিনের ম্যাচ। অপরদিকে, টেস্ট ক্রিকেটও বাংলাদেশ যেমন কম পরিমাণে খেলে সে তুলনায় ওয়ানডে খেলে অনেক বেশি। প্রায় পুরো বছর জুড়েই স্বল্প পরিসরের ক্রিকেট চর্চা চলে দেশের আনাচে-কানাচে। এবার তার সঙ্গে যোগ হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। ২০০৫ সালে বিশ্ব ক্রিকেটে টি২০ ফরমেট চালুর পর ক্রমাগতই তা জনপ্রিয়তার চূড়ায় উঠে গেছে। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোতে এ ধরনের আসর আয়োজনে ব্যাপকতা থাকলেও এবারই প্রথম তা আকর্ষণীয়ভাবে আয়োজনের সকল প্রস্তুতি শুরম্ন হয়েছে জোরেশোরেই। ফেব্রম্নয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে প্রথম বিপিএল। প্রথম শ্রেণীর ক্রিকেট বাড়ানোর যে আকুতি তাঁর মাঝে বাংলাদেশের ক্রিকেট কতটুকু লাভবান হবে তা সময়ই বলে দেবে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মতে, ক্রিকেট একটা খেলা এবং সেটা যে ফরমেটেই খেলা হোক না কেন চর্চাটা বেশি হলে তা দেশের ক্রিকেটের জন্যই উপকারী হবে। বিপিএলর মতো একটি সাহসী উদ্যোগকে সাধুবাদই জানালেন সুজন।
আর এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তহবিল বাড়াতে দারম্নণ কার্যকরী হবে, যা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে ব্যয় করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। ভারতের বিশ্বব্যাপী সাড়া জাগানো টি২০ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আদলেই মূলত প্রথমবার বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে বিপিএল। এ আসরকে জনপ্রিয় করতে এবং বিশ্বব্যাপী সাড়া জাগাতে অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর তারকা ক্রিকেটারদের মেলা বসানোর প্রক্রিয়া শুরম্ন করে দিয়েছে বিপিএলর সর্বস্বত্ব কিনে নেয়া ভারতীয় প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস। ওই বিষয়টিও বিসিবির তহবিল সংগ্রহের মূল হাতিয়ার হিসেবে দেখছেন সুজন। তিনি বলেন, 'বিদেশী ক্রিকেটাররা অংশ নেবে এজন্য বরং ভালই হয়েছে। কারণ, এমন একটি আসর আয়োজনের মূল লৰ্য হচ্ছে তহবিল বাড়ানো। বিদেশী ক্রিকেটার না থাকলে সেটা সম্ভব হবে কি করে? এছাড়া তাদের কারণেই বিশ্বের নজর এদিকে থাকবে। ফলে দেশের ক্রিকেটাররাও নিজেদের প্রতি যত্নবান হতে শুরম্ন করবে।' সুজন মনে করেন এটা খুব ভাল একটা উদ্যোগ। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এমন প্রতিযোগিতা দারম্নণ কার্যকরী হবে। সুজন বলেন, 'ক্রিকেট হচ্ছে এমন একটি খেলা, যা চর্চার ওপরে নির্ভরশীল। আমাদের দেশে প্রথম শ্রেণীর ক্রিকেট যা হচ্ছে সেটার পরিমাণ ঠিকই আছে। তারচেয়ে বড় কথা আমরা কতটা ক্রিকেট চর্চা করছি সেটাই আসল কথা। যে ফরমেটেরই হোক না কেন বেশি পরিমাণে ক্রিকেট চর্চা হলে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক উপকারী হবে। 'টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থা অনেকটাই নাজুক। বেশ কয়েকবার টেস্ট মর্যাদা নিয়েও শোর উঠেছে। হয়ত আরও বেশি পরিমাণে প্রথম শ্রেণীর কোন ক্রিকেট আসর হওয়া উচিত ছিল। তবে সুজন বলেন, 'আমাদের তো টি২০ বিশ্বকাপ খেলতে হয়। সেটাও আনত্মর্জাতিক ক্রিকেট। বাংলাদেশে আগে এত ব্যাপকতা নিয়ে কোন টি২০ আসর হয়নি। কাজেই এবার হচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয়। আমাদের মানের উন্নয়ন হবে।' বিপিএল এর প্রথম আয়োজনে খেলবে ৬টি বিভাগীয় দল। প্রতিটি দলে খেলতে পারবে ৫ জন করে বিদেশী। ফলে দেশের ৬ ক্রিকেটারের সুযোগ থাকছে প্রতি ম্যাচ খেলার। ওই বিষয়ে সুজন বলেন, 'এজন্য একটা সমস্যা অবশ্য হবে। প্রতিটি দলের ব্যাটিংয়ের সময় বিদেশীরাই প্রথম দুই তিনটি জায়গা নেবে এবং একইভাবে বোলিং লাইনআপেও তাই। ফলে দেশের ক্রিকেটারদের জন্য নিজেকে মেলে ধরার সুযোগ কমে যাবে কিংবা অনেক ভাল ক্রিকেটারকেও কোন কোন ম্যাচে বসে থাকতে হতে পারে। তবে অপরিহার্যতা প্রমাণের লড়াই থাকছে বলে সবাই ভাল করার চেষ্টা করবে।'
Bengali to English (Automatic translation by machine):
Bangladesh national cricket team have been recognized as the ultimate test of 000 was adorable. He played 73 Tests from the past 11 years in Bangladesh. Where customers are receiving thalaya with 3 kids and 7 draw. Bese grin and Field're bakiguloya pratipararai winner. The most long-range 5-day test match cricket, but subject to a majority of the customers in three or caradine. The format of cricket, but the most respect, status and location is considered yogyatara kriketakei test. Because, through a cricket Test cricket Cricket qualification standard, and development and intellectual property. However, there is free movement in Bangladesh 11 years ago khelaleo failed the test. A first-class cricket for most Views global kriketaboddha and bisesnasakara kamatikei. Group of primary liabilities as well as the failure of foreigners to come in a short amount of players participating in this capiyechena first-class cricket. Bangladesh is the only first-class cricket pratibachara 6 rooms located (currently 13 th in the National League of 8 teams), teams may play a maximum of 1 caradinera matches. The other hand, Test cricket played in Bangladesh as compared to less than ODI teams. Throughout almost the whole year, but the country's short-range cricket practice anace - kanace. The history of his customers most big budget to be added to the Bangladesh Cricket Premier League club (bipiela). And 005 to introduce the world's টি২ 0 Format popularity top after it was found that kramagatai. Test player of the competition of other countries, but the first time the prevalence ayojane akarsaniyabhabe, as all preparations had been suramna joresorei. The first was built in the second week of phebramnayarira bipiela. First-class cricket to increase the ardor of his desire that the Bangladesh Cricket will always get the benefit. However, according to former captain Khaled Mahmud A, cricket is a game and it's not that carcata pharametei game than it would be useful to the country's cricket page. Films by such a bold initiative bipielara sadhubadai. This type of tournament in Bangladesh Cricket Board (BCB) to raise funds daramnana be effective, that the country should be able to spend more kriketake think he said. India to respond to global competition, Indian Premier League wake টি২ 0 (IPL) to be held adalei is the first time I bipiela. The most popular and global response asarake jagate star players from other countries Test fair player suramna the installation process of the Indian Institute of bipielara rights purchased online sports games. As the main tool for viewing by the fund to bisayatio Search. He said, "but rather take part in foreign kriketarara has been good. Because, as a party to raise funds for the larya. If you do not have to be a foreigner? Meanwhile, the world's attention, they will also reply. And every care will be kriketararao suramna the country. ' A think it's a very good initiative. The competition will be effective daramnana kriketake to the country. Business, said, "Cricket is a game, which is dependent on practices. The amount of first-class cricket in our country so that it contains. That is how we practice Cricket large taraceye true story. Pharameterai not that much of the amount of cricket practice will be beneficial for Bangladesh cricket. 'Test cricket in Bangladesh much najuka status. Shore also has several test status. Perhaps more than any amount of first-class cricket club should have had. However, by said, 'We'd play it is টি২ 0. Also anatmarjatika cricket. The club has had so much amplitude at any টি২ 0. This is commendable, it must be so. We will be the quality of development. ' The first form of 6 bipiela ayojane departmental team. Each team will play 5 of the foreigner. Soon as the opportunity for every cricket match on the 6. About The Business, said, 'I will not be a problem, however. Each group of three places: the first two days and likewise the batting is bowling bidesirai lainaapeo so. Matches can be reduced by promoting itself as an opportunity for players in the country, or find out what may be many good kriketarakeo. However, the necessity to prove a good fight, I will try it soon. '
Source: Newspaper Dailyjanakantha, Bangladesh
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরম আরাধ্যের টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছে ২০০০ সালে। এরপর থেকে গত ১১ বছরে বাংলাদেশ খেলেছে ৭৩ টেস্ট। যেখানে বাংলাদেশের প্রাপ্তির থালায় জমা পড়েছে ৩ জয় আর ৭ ড্র। বাকিগুলোয় প্রতিপৰরাই বিজয়ীর বেশে হাসিমুখে মাঠ ছেড়েছে। সবচেয়ে দীর্ঘ পরিসরের ক্রিকেট ৫ দিনের টেস্ট ম্যাচ হলেও বাংলাদেশের অধিকাংশ ম্যাচই শেষ হয়েছে তিন অথবা চারদিনে। বিশ্বে তিন ফরমেটের ক্রিকেট থাকলেও সবচেয়ে সম্মানীয়, মর্যাদার এবং যোগ্যতর স্থান বিবেচনা করা হয় টেস্ট ক্রিকেটকেই। কারণ, টেস্ট ক্রিকেটের মাধ্যমেই একজন ক্রিকেটারের যোগ্যতার প্রমাণ এবং পরিস্ফুটন ঘটে ক্রিকেটীয় মেধার। তবে বাংলাদেশ ১১ বছর টেস্ট খেললেও সেখানে সাবলীল চলাফেরা করতে ব্যর্থ হয়েছে।
এর পেছনে বাংলাদেশে প্রথম শ্রেণীর ক্রিকেটের কমতিকেই দেখেছেন বিশ্বের ক্রিকেটবোদ্ধা ও বিশেস্নষকরা। দলের প্রধান কোচ হিসেবে আসা বিদেশীরাও ব্যর্থতার দায়ভার নিয়ে দোষ চাপিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্রিকেটারদের স্বল্প পরিমাণে অংশগ্রহণের বিষয়েই। বাংলাদেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট আসরে প্রতিবছর ৬ বিভাগীয় (চলতি ১৩তম জাতীয় লীগে ৮টি দল) দল খেলতে পারে সর্বোচ্চ ১২টি করে চারদিনের ম্যাচ। অপরদিকে, টেস্ট ক্রিকেটও বাংলাদেশ যেমন কম পরিমাণে খেলে সে তুলনায় ওয়ানডে খেলে অনেক বেশি। প্রায় পুরো বছর জুড়েই স্বল্প পরিসরের ক্রিকেট চর্চা চলে দেশের আনাচে-কানাচে। এবার তার সঙ্গে যোগ হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। ২০০৫ সালে বিশ্ব ক্রিকেটে টি২০ ফরমেট চালুর পর ক্রমাগতই তা জনপ্রিয়তার চূড়ায় উঠে গেছে। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোতে এ ধরনের আসর আয়োজনে ব্যাপকতা থাকলেও এবারই প্রথম তা আকর্ষণীয়ভাবে আয়োজনের সকল প্রস্তুতি শুরম্ন হয়েছে জোরেশোরেই। ফেব্রম্নয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে প্রথম বিপিএল। প্রথম শ্রেণীর ক্রিকেট বাড়ানোর যে আকুতি তাঁর মাঝে বাংলাদেশের ক্রিকেট কতটুকু লাভবান হবে তা সময়ই বলে দেবে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মতে, ক্রিকেট একটা খেলা এবং সেটা যে ফরমেটেই খেলা হোক না কেন চর্চাটা বেশি হলে তা দেশের ক্রিকেটের জন্যই উপকারী হবে। বিপিএলর মতো একটি সাহসী উদ্যোগকে সাধুবাদই জানালেন সুজন।
আর এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তহবিল বাড়াতে দারম্নণ কার্যকরী হবে, যা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে ব্যয় করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। ভারতের বিশ্বব্যাপী সাড়া জাগানো টি২০ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আদলেই মূলত প্রথমবার বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে বিপিএল। এ আসরকে জনপ্রিয় করতে এবং বিশ্বব্যাপী সাড়া জাগাতে অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর তারকা ক্রিকেটারদের মেলা বসানোর প্রক্রিয়া শুরম্ন করে দিয়েছে বিপিএলর সর্বস্বত্ব কিনে নেয়া ভারতীয় প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস। ওই বিষয়টিও বিসিবির তহবিল সংগ্রহের মূল হাতিয়ার হিসেবে দেখছেন সুজন। তিনি বলেন, 'বিদেশী ক্রিকেটাররা অংশ নেবে এজন্য বরং ভালই হয়েছে। কারণ, এমন একটি আসর আয়োজনের মূল লৰ্য হচ্ছে তহবিল বাড়ানো। বিদেশী ক্রিকেটার না থাকলে সেটা সম্ভব হবে কি করে? এছাড়া তাদের কারণেই বিশ্বের নজর এদিকে থাকবে। ফলে দেশের ক্রিকেটাররাও নিজেদের প্রতি যত্নবান হতে শুরম্ন করবে।' সুজন মনে করেন এটা খুব ভাল একটা উদ্যোগ। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এমন প্রতিযোগিতা দারম্নণ কার্যকরী হবে। সুজন বলেন, 'ক্রিকেট হচ্ছে এমন একটি খেলা, যা চর্চার ওপরে নির্ভরশীল। আমাদের দেশে প্রথম শ্রেণীর ক্রিকেট যা হচ্ছে সেটার পরিমাণ ঠিকই আছে। তারচেয়ে বড় কথা আমরা কতটা ক্রিকেট চর্চা করছি সেটাই আসল কথা। যে ফরমেটেরই হোক না কেন বেশি পরিমাণে ক্রিকেট চর্চা হলে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক উপকারী হবে। 'টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থা অনেকটাই নাজুক। বেশ কয়েকবার টেস্ট মর্যাদা নিয়েও শোর উঠেছে। হয়ত আরও বেশি পরিমাণে প্রথম শ্রেণীর কোন ক্রিকেট আসর হওয়া উচিত ছিল। তবে সুজন বলেন, 'আমাদের তো টি২০ বিশ্বকাপ খেলতে হয়। সেটাও আনত্মর্জাতিক ক্রিকেট। বাংলাদেশে আগে এত ব্যাপকতা নিয়ে কোন টি২০ আসর হয়নি। কাজেই এবার হচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয়। আমাদের মানের উন্নয়ন হবে।' বিপিএল এর প্রথম আয়োজনে খেলবে ৬টি বিভাগীয় দল। প্রতিটি দলে খেলতে পারবে ৫ জন করে বিদেশী। ফলে দেশের ৬ ক্রিকেটারের সুযোগ থাকছে প্রতি ম্যাচ খেলার। ওই বিষয়ে সুজন বলেন, 'এজন্য একটা সমস্যা অবশ্য হবে। প্রতিটি দলের ব্যাটিংয়ের সময় বিদেশীরাই প্রথম দুই তিনটি জায়গা নেবে এবং একইভাবে বোলিং লাইনআপেও তাই। ফলে দেশের ক্রিকেটারদের জন্য নিজেকে মেলে ধরার সুযোগ কমে যাবে কিংবা অনেক ভাল ক্রিকেটারকেও কোন কোন ম্যাচে বসে থাকতে হতে পারে। তবে অপরিহার্যতা প্রমাণের লড়াই থাকছে বলে সবাই ভাল করার চেষ্টা করবে।'
Bengali to English (Automatic translation by machine):
Bangladesh national cricket team have been recognized as the ultimate test of 000 was adorable. He played 73 Tests from the past 11 years in Bangladesh. Where customers are receiving thalaya with 3 kids and 7 draw. Bese grin and Field're bakiguloya pratipararai winner. The most long-range 5-day test match cricket, but subject to a majority of the customers in three or caradine. The format of cricket, but the most respect, status and location is considered yogyatara kriketakei test. Because, through a cricket Test cricket Cricket qualification standard, and development and intellectual property. However, there is free movement in Bangladesh 11 years ago khelaleo failed the test. A first-class cricket for most Views global kriketaboddha and bisesnasakara kamatikei. Group of primary liabilities as well as the failure of foreigners to come in a short amount of players participating in this capiyechena first-class cricket. Bangladesh is the only first-class cricket pratibachara 6 rooms located (currently 13 th in the National League of 8 teams), teams may play a maximum of 1 caradinera matches. The other hand, Test cricket played in Bangladesh as compared to less than ODI teams. Throughout almost the whole year, but the country's short-range cricket practice anace - kanace. The history of his customers most big budget to be added to the Bangladesh Cricket Premier League club (bipiela). And 005 to introduce the world's টি২ 0 Format popularity top after it was found that kramagatai. Test player of the competition of other countries, but the first time the prevalence ayojane akarsaniyabhabe, as all preparations had been suramna joresorei. The first was built in the second week of phebramnayarira bipiela. First-class cricket to increase the ardor of his desire that the Bangladesh Cricket will always get the benefit. However, according to former captain Khaled Mahmud A, cricket is a game and it's not that carcata pharametei game than it would be useful to the country's cricket page. Films by such a bold initiative bipielara sadhubadai. This type of tournament in Bangladesh Cricket Board (BCB) to raise funds daramnana be effective, that the country should be able to spend more kriketake think he said. India to respond to global competition, Indian Premier League wake টি২ 0 (IPL) to be held adalei is the first time I bipiela. The most popular and global response asarake jagate star players from other countries Test fair player suramna the installation process of the Indian Institute of bipielara rights purchased online sports games. As the main tool for viewing by the fund to bisayatio Search. He said, "but rather take part in foreign kriketarara has been good. Because, as a party to raise funds for the larya. If you do not have to be a foreigner? Meanwhile, the world's attention, they will also reply. And every care will be kriketararao suramna the country. ' A think it's a very good initiative. The competition will be effective daramnana kriketake to the country. Business, said, "Cricket is a game, which is dependent on practices. The amount of first-class cricket in our country so that it contains. That is how we practice Cricket large taraceye true story. Pharameterai not that much of the amount of cricket practice will be beneficial for Bangladesh cricket. 'Test cricket in Bangladesh much najuka status. Shore also has several test status. Perhaps more than any amount of first-class cricket club should have had. However, by said, 'We'd play it is টি২ 0. Also anatmarjatika cricket. The club has had so much amplitude at any টি২ 0. This is commendable, it must be so. We will be the quality of development. ' The first form of 6 bipiela ayojane departmental team. Each team will play 5 of the foreigner. Soon as the opportunity for every cricket match on the 6. About The Business, said, 'I will not be a problem, however. Each group of three places: the first two days and likewise the batting is bowling bidesirai lainaapeo so. Matches can be reduced by promoting itself as an opportunity for players in the country, or find out what may be many good kriketarakeo. However, the necessity to prove a good fight, I will try it soon. '
0 comments:
Post a Comment