পিসিএলে খেলতে পারবেন না আফ্রিদিরা- Port City Cricket League (PCL)- News- 2010-1


পিসিএলে খেলতে পারবেন না আফ্রিদিরা

ভারতে অনুষ্ঠানরত আইপিএলের কোনো দলেই এবার কোনো পাকিস্তানি ক্রিকেটার নেই। কারণ হিসেবে বলা হয়েছে, দলগুলোই কোনো আগ্রহ দেখায়নি পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে। আসল সত্যটা সবাই জানে। দুদেশের সম্পর্ক এবং নিরাপত্তা মিলিয়ে যে টানাপড়েন, তাতেই পাকিস্তান ক্রিকেটারদের খেলানোর ঝামেলায় যায়নি ললিত মোদীরা। তবে আইপিএলে না খেললেও ২৬ মার্চ থেকে দুবাইতে শুরু হতে যাওয়া পিসিএলে খেলার জন্য নাম লিখিয়েছেন পাকিস্তানের বেশ ক’জন তারকা ক্রিকেটার। সংখ্যাটা মূলত পাঁচ। এরা হলেন—ড্যাশিং ব্যাটসম্যান শহীদ আফ্রিদি, অলরাউন্ডার আব্দুল রাজ্জাক, তরুণ উদিয়মান ব্যাটসম্যান উমর আকমল, মোহাম্মদ হাফিজ এবং ইমরান নাজির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সর্বশেষ ফতোয়া অনুযায়ী এদের কারোরই পিসিএলে খেলা হচ্ছে না। কারণ কাল পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বিশ্বকাপ টি-টুয়েন্টি দলের ১৫ জন ক্রিকেটারের সবাইকেই আপাতত বিদেশের কোনো লীগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ হিসেবে জানা গেছে, পিসিবি চায় না ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপ টি-টুয়েন্টির আগে জাতীয় দলের কোনো ক্রিকেটার ইনজুরির কবলে পড়ুক। সেই ঝুঁকি এড়াতেই এই নিষেধাজ্ঞা। আগামী ৩০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। যাতে পাকিস্তান বর্তমান চ্যাম্পিয়ন।
পিসিবি জানিয়েছে, পিসিএলে খেলতে হলে বোর্ড থেকে অনাপত্তি সনদ নিতে হবে। কিন্তু যতদূর জানা গেছে, ওই পাঁচ ক্রিকেটারের কাউকেই ওই সনদ দেয়া হবে না। তবে পাকিস্তান টি-টুয়েন্টি জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে আভাস মিলেছে। তবে তাদেরকেও পিসিএলে খেলার জন্য অনুমতি নিতে হবে বোর্ড থেকে। বিশ্বকাপ টি-টুয়েন্টির পর জুলাই মাসে পাকিস্তান যাবে ইংল্যান্ড সফরে। ওই সফর নিয়েও পাকিস্তান এখন থেকেই নড়েচড়ে বসেছে।
এদিকে রাজ্জাক এবং আফ্রিদির ম্যানেজার উমরান খান জানিয়েছেন, ‘বোর্ড বিশ্বকাপ টি-টুয়েন্টির জন্য শতভাগ ফিট একটা দল চায়। কারণ শিরোপা রক্ষার টার্গেটে এর কোনো বিকল্প নেই। তাই পিসিএলে পাকিস্তান তাদের তারকাদের খেলতে দিতে চায় না।’ তবে খান জানিয়েছেন, পিসিএলের উদ্যোক্তাদের সঙ্গে তাদের আলোচনা চলছে কিভাবে এই সমস্যার সমাধান টানা যায় সেটি নিয়ে। দলগুলোকে বদলি খেলোয়াড় দিতে আপত্তি নেই পিসিবির। এমনকি সেটি হতে পারে টি- টুয়েন্টির জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ৩০ জনের দল থেকে যারা চূড়ান্ত দলে জায়গা পায়নি তাদের মধ্যে থেকেও। খান নিজেই নাকি প্রাথমিক দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। তারা যদি আগ্রহী হয় তাহলে তা জানানো হবে পিসিএলের দলগুলোকে। এমনকি কথা বলেছেন নন্দিত-নিন্দিত পেসার শোয়েব আখতার এবং অলরাউন্ডার আজহারের সঙ্গেও। পিসিএলের দলগুলো আগ্রহী হলে এই দুই ক্রিকেটারও খেলতে পারেন এই টুর্নামেন্টে।

0 comments:

  © Copyright @ Live Online World Cricket 2008

Back to TOP