PCB prohibits T20 World Cup squad from playing in Bangladesh domestic tournament - Port City Cricket League (PCL)- News- 2010-5

PCB prohibits T20 World Cup squad from playing in Bangladesh domestic tournament
Source: ANI



The Pakistan Cricket Board (PCB) has reportedly prohibited players selected for the upcoming ICC T20 World Championship from taking part in Bangladesh's domestic T20 tournament, which is to be played in Sharjah.

According to the PakPassion.net, Shahid Afridi, Umar Akmal, Mohammed Hafeez, Abdul Razzaq and Imtan Nazir had signed for the tournament beginning March 26 but insiders said the PCB do not want to risk these players ahead of the coveted T20 World Cup and is unlikely to grant them the no-objection certificates (NOC).

"The PCB want a fully fit squad for the World Cup and don't want to run the risk of any players getting injured in the Bangladesh Twenty20 competition. It's understandable why they have made this decision," said Umran Khan, manager of Razzaq and Afridi.

Khan said negotiations were on with the Bangladeshi tournament organisers to bring in some replacements for the players who are likely to withdraw their names from the tournament.

"I'm talking to the players who were named in the preliminary 30 man squad and not selected for the final 15, to see if they are interested to play in the competition. We are also talking to Shoaib Akhtar and Azhar Mahmood as possible replacements," he said . (ANI)


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@'''
পিসিএলে খেলতে পারবেন না আফ্রিদিরা
Source: www.amardeshonline.com



ভারতে অনুষ্ঠানরত আইপিএলের কোনো দলেই এবার কোনো পাকিস্তানি ক্রিকেটার নেই। কারণ হিসেবে বলা হয়েছে, দলগুলোই কোনো আগ্রহ দেখায়নি পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে। আসল সত্যটা সবাই জানে। দুদেশের সম্পর্ক এবং নিরাপত্তা মিলিয়ে যে টানাপড়েন, তাতেই পাকিস্তান ক্রিকেটারদের খেলানোর ঝামেলায় যায়নি ললিত মোদীরা। তবে আইপিএলে না খেললেও ২৬ মার্চ থেকে দুবাইতে শুরু হতে যাওয়া পিসিএলে খেলার জন্য নাম লিখিয়েছেন পাকিস্তানের বেশ ক’জন তারকা ক্রিকেটার। সংখ্যাটা মূলত পাঁচ। এরা হলেন—ড্যাশিং ব্যাটসম্যান শহীদ আফ্রিদি, অলরাউন্ডার আব্দুল রাজ্জাক, তরুণ উদিয়মান ব্যাটসম্যান উমর আকমল, মোহাম্মদ হাফিজ এবং ইমরান নাজির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সর্বশেষ ফতোয়া অনুযায়ী এদের কারোরই পিসিএলে খেলা হচ্ছে না। কারণ কাল পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বিশ্বকাপ টি-টুয়েন্টি দলের ১৫ জন ক্রিকেটারের সবাইকেই আপাতত বিদেশের কোনো লীগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ হিসেবে জানা গেছে, পিসিবি চায় না ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপ টি-টুয়েন্টির আগে জাতীয় দলের কোনো ক্রিকেটার ইনজুরির কবলে পড়ুক। সেই ঝুঁকি এড়াতেই এই নিষেধাজ্ঞা। আগামী ৩০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। যাতে পাকিস্তান বর্তমান চ্যাম্পিয়ন।
পিসিবি জানিয়েছে, পিসিএলে খেলতে হলে বোর্ড থেকে অনাপত্তি সনদ নিতে হবে। কিন্তু যতদূর জানা গেছে, ওই পাঁচ ক্রিকেটারের কাউকেই ওই সনদ দেয়া হবে না। তবে পাকিস্তান টি-টুয়েন্টি জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে আভাস মিলেছে। তবে তাদেরকেও পিসিএলে খেলার জন্য অনুমতি নিতে হবে বোর্ড থেকে। বিশ্বকাপ টি-টুয়েন্টির পর জুলাই মাসে পাকিস্তান যাবে ইংল্যান্ড সফরে। ওই সফর নিয়েও পাকিস্তান এখন থেকেই নড়েচড়ে বসেছে।
এদিকে রাজ্জাক এবং আফ্রিদির ম্যানেজার উমরান খান জানিয়েছেন, ‘বোর্ড বিশ্বকাপ টি-টুয়েন্টির জন্য শতভাগ ফিট একটা দল চায়। কারণ শিরোপা রক্ষার টার্গেটে এর কোনো বিকল্প নেই। তাই পিসিএলে পাকিস্তান তাদের তারকাদের খেলতে দিতে চায় না।’ তবে খান জানিয়েছেন, পিসিএলের উদ্যোক্তাদের সঙ্গে তাদের আলোচনা চলছে কিভাবে এই সমস্যার সমাধান টানা যায় সেটি নিয়ে। দলগুলোকে বদলি খেলোয়াড় দিতে আপত্তি নেই পিসিবির। এমনকি সেটি হতে পারে টি- টুয়েন্টির জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ৩০ জনের দল থেকে যারা চূড়ান্ত দলে জায়গা পায়নি তাদের মধ্যে থেকেও। খান নিজেই নাকি প্রাথমিক দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। তারা যদি আগ্রহী হয় তাহলে তা জানানো হবে পিসিএলের দলগুলোকে। এমনকি কথা বলেছেন নন্দিত-নিন্দিত পেসার শোয়েব আখতার এবং অলরাউন্ডার আজহারের সঙ্গেও। পিসিএলের দলগুলো আগ্রহী হলে এই দুই ক্রিকেটারও খেলতে পারেন এই টুর্নামেন্টে।



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

পিসিএলে খেলতেও অনুমতি লাগবে পাকিস্তানিদের
Source: www.prothom-alo.com


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

এবারের আইপিএলটা দেখতে হচ্ছে টিভিতেই, পাকিস্তানি ক্রিকেটাররা আশা করেছিলেন বাংলাদেশের পিসিএলে অন্তত খেলতে পারবেন। কাল সেই আশাতেও একটা ধাক্কামতো খেয়েছেন তাঁরা। খুব বড় কোনো বাধা অবশ্য নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশের বাইরে যেকোনো জায়গায় খেলতে হলেই বোর্ডের অনুমতি নিতে হবে ক্রিকেটারদের। এবার শারজায় অনুষ্ঠেয় পিসিএলে খেলার অনুমতি তাঁরা পেতেই পারেন, তবে তারপরও পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা তাদের জন্য একটু শঙ্কার তো বটেই। ওয়েবসাইট।
ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসে একটি দলে স্বাক্ষর করেছেন রানা নাভেদ-উল হাসান এবং আবদুল রাজ্জাক। খেলার কথা শহীদ আফ্রিদি, ইমরান নাজির, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ হাফিজসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের। কাল পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিসিবি সুনিশ্চিতভাবে জানাতে চায়, কোনো ক্রিকেটার বোর্ডের বৈধ অনুমতি ছাড়া দেশের বাইরে কোথাও খেলতে যেতে পারবে না।’ সপ্তাহখানেক আগেই অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার কারণে গঠিত তদন্ত কমিটির সুপারিশে ইউনুস খান এবং মোহাম্মদ ইউসুফকে অনির্দিষ্ট মেয়াদে এবং শোয়েব মালিক ও রানা নাভেদকে এক বছরের জন্য পাকিস্তান দলে নিষিদ্ধ করেছে পিসিবি। মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে শহীদ আফ্রিদি ও আকমল ভাইদের

0 comments:

  © Copyright @ Live Online World Cricket 2008

Back to TOP