পিসিএলে এবার সেরা দর পেলেন ৪ ক্রিকেটার- Port City Cricket League (PCL)- News- 2010-6

পিসিএলে এবার সেরা দর পেলেন ৪ ক্রিকেটার

দেশসেরা ২৪ ক্রিকেটারকে তিন ক্যাটাগরিতে রেখেই গতকাল জমকালো এক নিলামের আয়োজন করেছিল পোর্টসিটি ক্রিকেট লীগ (পিসিএল) কৃর্তপক্ষ। তাতে সাত ক্রিকেটারকে নিয়ে এ ক্যাটাগরিতে ছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম ইসলাম, আশরাফুল ও মাশরাফি। নামেই স্পষ্ট সর্বোচ্চ মূল্যে বিক্রি হবেন তারাই। সবার মতো ক্লাব কর্মকর্তাদের আগ্রহটাও থাকবে সেখানেই। হয়েছেও তাই। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ আর নাইম এই পাঁচ ক্রিকেটারের জনপ্রতি দাম উঠল ৪ লাখ টাকা করে। সর্বোচ্চ মূল্য হওয়ার পর আয়োজকদের আয়োজন লটারির। সেই লটারিতেই গতবারের সর্বোচ্চ মূল্য পাওয়া তামিম ইকবালের জন্য জুটল পিসিএলের নতুন দল চিটাগাং টাইগার্স। টপ ক্রিকেটার্স পেলেন সাকিব আল হাসানকে। আর তামিমের সঙ্গী হলেন রিয়াদ। মুশফিকুর রহিম খেলবেন পাইরেটস অব চিটাগাংয়ে।
তবে 'এ' ক্যাটাগরির অপর দুই তারকা ক্রিকেটার আশরাফুল ও মাশরাফিকে নিয়ে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি ছিল না। আশরাফুলকে তিন লাখ টাকায় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব কিনে নিলেও প্রথমবারে মাশরাফিকে কেউ নিলামে ডাকেইনি। দ্বিতীয় দফায় তাকে নিলামের সর্বনিম্ন দর ৫০ হাজার টাকায় কিনে নেয় ঢাকা স্পোর্টস ক্লাব। আইপিএলে ডাক পাওয়া ও ইনজুরি সমস্যার কারণে মাশরাফিকে নিতে আগ্রহ কম ছিল পিসিএলের বিভিন্ন দলের কর্মকর্তাদের।
গতকাল পিসিএলের এই নিলামপর্বে স্বাগত বক্তব্য রাখেন পিসিএল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন পিসিএল ফাউন্ডেশনের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলী আব্বাস ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

দ্বিতীয় পিসিএল টি টুয়েন্টি বসুন্ধরা কাপের নিলামে গতকাল বৃহস্পতিবার তোলা হয়েছিল ২৪ জন ক্রিকেটারকে। সাকিব আল হাসানকে নেওয়ার জন্য এ বিভাগের পাঁচ দলই সর্বোচ্চ চার লাখ টাকা হাঁকলে লটারির মাধ্যমে তাঁকে পেয়েছে টপ স্পোর্টস। তামিম ইকবালকে পেতে আগ্রহী চারটি দল চার লাখ টাকা দাম হাঁকে, লটারিতে তাঁকে পেয়েছে চিটাগং টাইগারস। একই দামে লটারিতে মুশফিকুর রহিম পাইরেটসে, মাহমুদুল্লাহ রিয়াদ চিটাগং টাইগারসে ও নাঈম ইসলাম মোহামেডানে। মোহাম্মদ আশরাফুলকে তিন লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম মোহামেডান।
মাশরাফি বিন মর্তুজার দাম উঠেছে ৫০ হাজার টাকা (এ বিভাগে এটাই সর্বনিম্ন)। কিনেছে ঢাকা স্পোর্টস। ‘বি’ বিভাগে সর্বোচ্চ আড়াই লাখ টাকায় ইমরুল কায়েস ব্রাদার্সে, আফতাব-অলক পাইরেটসে এবং শাহরিয়ার নাফিস টপ স্পোর্টসে। এক লাখ ৬০ হাজার টাকায় আবদুর রাজ্জাক এবং ৫০ হাজার টাকায় জুনায়েদ ব্রাদার্সে। ৩০ হাজার টাকায় রকিবুল টপ স্পোর্টসে, এনামুল জুনিয়র ব্রাদার্সে, ডলার মাহমুদ মোহামেডানে, নাজমুল-সৈয়দ রাসেল ঢাকা স্পোর্টসে। শফিউল ইসলাম ও রুবেল হোসেনকে কেউ নেয়নি।
‘এ’ গ্রুপ: গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স, মোহামেডান, চিটাগং স্পোর্টস, টপ স্পোর্টস। ‘বি’ গ্রুপ: ঢাকা স্পোর্টস, পাইরেটস অব চিটাগং, বিমান বাংলাদেশ বেঙ্গল টাইগার্স

0 comments:

  © Copyright @ Live Online World Cricket 2008

Back to TOP