পিসিএলের উদ্বোধন হবে বর্ণাঢ্য ও বর্ণিল- Port City Cricket League (PCL)- News- 2010-12
পিসিএলের উদ্বোধন হবে বর্ণাঢ্য ও বর্ণিল
চট্টগ্রাম ব্যুরো
পিসিএল টি-২০ বসুন্ধরা কাপ শারজাহ-’১০ আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মধ্যপ্রাচ্যের বিপুল প্রবাসী বাঙালিদের জাঁকজমক উপস্থিতিতে বর্ণিল-বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উঠবে পিসিএল দ্বিতীয় আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি ও বিসিবি’র কর্মকর্তা এবং জাতীয় সংসদের বেশ ক’জন সদস্য উপস্থিত থাকবেন। উদ্বোধনী দিনে মনোমুগ্ধকর সঙ্গীতের মূর্ছনায় অংশ নেবেন সঙ্গীত শিল্পী মমতাজ। শনিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় পিসিএল টি-২০ বসুন্ধরা কাপের আয়োজক সংস্থার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। পিসিএল চেয়ারম্যান আজম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য রাখেন পিসিএল কো-চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস। পিসিএল উদ্বোধনী হবে ব্যতিক্রমধর্মী বর্ণাঢ্য ও বর্ণিল। সঙ্গীতের মূর্ছনা ছাড়াও ৩৯তম স্বাধীনতা দিবসে বিদেশের মাটিতে পতাকা উড়ানো এবং আতশবাজি উত্সব থাকছে। উদ্বোধনী দিনে খেলব ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান ও টপ স্পোর্টস নোয়াখালী এবং ঢাকা স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ বিমান। চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ১ লাখ ডলার, রানার্সআপ দল পাবে ৩০ হাজার ডলার।
তাছাড়া ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ পুরস্কার থাকছে। স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা সবকটি ম্যাচ শারজাহ্ থেকে সরাসরি সমপ্রচার করবে।
সংবাদ সম্মেলনে উলেখ করা হয়, পিসিএল টি-২০ বসুন্ধরা কাপ আয়োজনের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শেরাটন হোটেলে আরেকটি বর্ণাঢ্য অনুষ্ঠানে ট্রফি উন্মোচন সম্পন্ন করার মধ্যদিয়ে প্রস্তুতিপর্ব শেষ হবে।
স্থানীয় ৭টি ও ভারতীয় ১টি দলসহ ৮টি দলের সকল খেলোয়াড়-কর্মকর্তা, আয়োজক ও সাংবাদিকসহ প্রায় ৩শ’ জনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে পিসিএল। এ টুর্নামেন্ট আয়োজনে প্রায় ৭ কোটি টাকা ব্যয় হচ্ছে। আয়-ব্যয়ে স্বচ্ছতার জন্য পিসিএল সদা সতর্ক। টুর্নামেন্টের পরই তা প্রকাশ করা হবে। পিসিএল টি-২০ বসুন্ধরা কাপে বিভিন্ন সহযোগিতাকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ, এটিএন বাংলা, আইসিসি, বিসিবি, শারজাহ্ ক্রিকেট কাউন্সিল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, কো-স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এছাড়া এমইবি গ্রুপ, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বনফুল, আরএফ প্রোপার্টিজ, হাবিব এক্সচেঞ্জকে পিসিএল-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়
Source:www.amardeshonline.com
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Source: www.ittefaq.com.bd
0 comments:
Post a Comment