পিসিএলের উদ্বোধন হবে বর্ণাঢ্য ও বর্ণিল- Port City Cricket League (PCL)- News- 2010-12

পিসিএলের উদ্বোধন হবে বর্ণাঢ্য ও বর্ণিল
চট্টগ্রাম ব্যুরো

পিসিএল টি-২০ বসুন্ধরা কাপ শারজাহ-’১০ আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মধ্যপ্রাচ্যের বিপুল প্রবাসী বাঙালিদের জাঁকজমক উপস্থিতিতে বর্ণিল-বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উঠবে পিসিএল দ্বিতীয় আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি ও বিসিবি’র কর্মকর্তা এবং জাতীয় সংসদের বেশ ক’জন সদস্য উপস্থিত থাকবেন। উদ্বোধনী দিনে মনোমুগ্ধকর সঙ্গীতের মূর্ছনায় অংশ নেবেন সঙ্গীত শিল্পী মমতাজ। শনিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় পিসিএল টি-২০ বসুন্ধরা কাপের আয়োজক সংস্থার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। পিসিএল চেয়ারম্যান আজম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য রাখেন পিসিএল কো-চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস। পিসিএল উদ্বোধনী হবে ব্যতিক্রমধর্মী বর্ণাঢ্য ও বর্ণিল। সঙ্গীতের মূর্ছনা ছাড়াও ৩৯তম স্বাধীনতা দিবসে বিদেশের মাটিতে পতাকা উড়ানো এবং আতশবাজি উত্সব থাকছে। উদ্বোধনী দিনে খেলব ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান ও টপ স্পোর্টস নোয়াখালী এবং ঢাকা স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ বিমান। চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ১ লাখ ডলার, রানার্সআপ দল পাবে ৩০ হাজার ডলার।
তাছাড়া ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ পুরস্কার থাকছে। স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা সবকটি ম্যাচ শারজাহ্ থেকে সরাসরি সমপ্রচার করবে।
সংবাদ সম্মেলনে উলেখ করা হয়, পিসিএল টি-২০ বসুন্ধরা কাপ আয়োজনের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শেরাটন হোটেলে আরেকটি বর্ণাঢ্য অনুষ্ঠানে ট্রফি উন্মোচন সম্পন্ন করার মধ্যদিয়ে প্রস্তুতিপর্ব শেষ হবে।
স্থানীয় ৭টি ও ভারতীয় ১টি দলসহ ৮টি দলের সকল খেলোয়াড়-কর্মকর্তা, আয়োজক ও সাংবাদিকসহ প্রায় ৩শ’ জনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে পিসিএল। এ টুর্নামেন্ট আয়োজনে প্রায় ৭ কোটি টাকা ব্যয় হচ্ছে। আয়-ব্যয়ে স্বচ্ছতার জন্য পিসিএল সদা সতর্ক। টুর্নামেন্টের পরই তা প্রকাশ করা হবে। পিসিএল টি-২০ বসুন্ধরা কাপে বিভিন্ন সহযোগিতাকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ, এটিএন বাংলা, আইসিসি, বিসিবি, শারজাহ্ ক্রিকেট কাউন্সিল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, কো-স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এছাড়া এমইবি গ্রুপ, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বনফুল, আরএফ প্রোপার্টিজ, হাবিব এক্সচেঞ্জকে পিসিএল-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়


Source:www.amardeshonline.com

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

P¨vw¤úqb `j cv‡e 70 jvL UvKv

0 RvwKi †nv‡mb jyjy, PÆMÖvg Awdm

wcwmGj wU-20 emyÜiv Kvc kviRvn-10 Av‡qvR‡bi cÖ¯ÍywZ cÖvq m¤úbœ n‡q‡Q| 26gvP© ¯^vaxbZv w`e‡m ga¨cÖv‡P¨i wecyj cÖevmx evOvjx‡`i RuvKRgK Dcw¯’wZ‡Z ewY©j-eY©vX¨ Abyôv‡bi ga¨w`‡q c`©v DV‡e wcwmGj wØZxq Avm‡ii| D‡Øvabx w`‡b g‡bvgy»Ki m½x‡Zi g~Q©bvq Ask †b‡eb m½xZ wkíx ggZvR| MZKvj kwbevi ¯’vbxq GKwU †i‡¯Íviuvq wcwmGj wU-20 emyÜiv Kv‡ci Av‡qvRK ms¯’vi ÒwgU `¨v †cÖmÓ Abyôv‡b Gme Z_¨ cÖKvk Kiv nq|

wcwmGj †Pqvig¨vb Av,R,g, bvwQi Dwχbi mfvcwZ‡Z¡ AbywôZ mfvq wjwLZ e³e¨ cvV K‡ib †Kv-†Pqvig¨vb Avjnv¾¡ Avjx AveŸvm| Dcw¯’Z wQ‡jb wm‡R‡KGm mvaviY m¤úv`K nvwdRyi ingvb, wefvMxq µxov ms¯’vi hyM¥-m¤úv`K Avwgbyj Bmjvg, gyw³‡hv×v Aveyj nv‡kg, kvnveywÏb †gvt Rvnv½xi, mviIqvi †nv‡mb, kvnveywÏb kvwgg|

wcwmGj D‡Øvabx n‡e e¨wZµgag©x eY©vX¨ I ewY©j| m½x‡Zi g~Q©bv QvovI 39Zg ¯^vaxbZv w`e‡m we‡`‡ki gvwU‡Z cZvKv Dov‡bv Ges AvZkevwRi Drme _vK‡Q| D‡Øvabx w`‡b †Lj‡e HwZn¨evnx PÆMÖvg †gvnv‡gWvb I Uc †¯úvU©m †bvqvLvjx Ges XvKv †¯úvU©m K¬ve I evsjv‡`k wegvb|

P¨vw¤úqb `j‡K †`qv n‡e 1jvL Wjvi (70 jvL UvKv), ivbvm© Avc `j cv‡e 30 nvRvi Wjvi| ZvQvov g¨vb Ae `¨ g¨vP I g¨vb Ae `¨v wmwiR cyi¯‹vi _vK‡Q| m¨v‡UjvBU P¨v‡bj GwUGb evsjv meKwU g¨vP kviRvn& †_‡K mivmwi m¤úÖPvi Ki‡e|

msev` m‡¤§j‡b D‡jøL Kiv nq wcwmGj wU-20 emyÜiv Kvc Av‡qvR‡bi hveZxq cÖ¯ÍywZ cÖvq m¤úbœ n‡q‡Q| MZ g½jevi †kivUb †nv‡U‡j Av‡iKwU eY©vX¨ Abyôv‡b Uªwd D‡b¥vPb m¤úbœ Kivi ga¨w`‡q cÖ¯ÍywZ ce© †kl n‡e|

¯’vbxq 7wU I fviZxq 1wU `jmn 8wU `‡ji mKj †L‡jvqvo Kg©KZ©v, Av‡qvRK I mvsevw`K‡`i cÖvq 3k R‡bi Avmv-hvIqv, _vKv-LvIqvi e¨e¯’v K‡i‡Q wcwmGj| G Uyb©v‡g›U Av‡qvR‡b cÖvq 7 †KvwU UvKv e¨q n‡”Q| Avq-e¨‡q ¯^”QZvi Rb¨ wcwmGj m`v mZK©| U~Y©v‡g‡›Ui ciB Zv cÖKvk Kiv n‡e| wcwmGj wU-20 emyÜiv Kv‡c wewfbœ mn‡hvwMZvKvix cÖwZôvb emyÜiv MÖæc, GwUGb evsjv, AvBwmwm, wewmwe, kviRvn& wµ‡KU KvDwÝj, PÆMÖvg wefvMxq µxov ms¯’v, †Kv-¯úÝi dvó© wmwKDwiwU e¨vsK| fvi‡Zi evsjv UvBMvimn †gvU 8wU `j Ask †b‡e|

`j¸‡jv n‡”Q : PÆMÖvg †gvnv‡gWvb †¯úvwU©s K¬ve, PÆMÖvg eªv`vm© BDwbqb K¬ve, wPUvMvs UvBMvm©, Uc †¯úvU©m †bvqvLvjx, XvKv †¯úvU©m K¬ve, cvB‡iUm Ae wPUvMvs, evsjv UvBnMvim Ges evsjv‡`k wegvb K¬ve|

Source: www.ittefaq.com.bd

0 comments:

  © Copyright @ Live Online World Cricket 2008

Back to TOP